বিজ্ঞানাগার

Science Lab

এক বিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথম সোপান হল শিক্ষা। সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম,মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় নারী শিক্ষার অনন্য প্রতিষ্ঠান জহুর চান বিবি মহিলা কলেজে রয়েছে সুসজ্জ্বিত বিজ্ঞানাগার।

পাঠ্যসূচির ভিত্তিতে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান বিষয়ের সরঞ্জামাদির সমন্বয়ে বিজ্ঞান গবেষণাগার শিক্ষার্থীদের জন্য প্রস্তুত। এই গবেষণাগারে গবেষনা এবং পরীক্ষাদিতে বিশ্লেষণাত্নক সৃজনশীল দক্ষতার জন্য এই ল্যাবরেটরিজ ব্যবহার করার জন্য শিক্ষকগণ তাদের ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিয়ে থাকেন।

Scroll to Top