নারী শিক্ষার আলোকবর্তিকায় উদ্ভাসিত হউক প্রতিটি গৃহকোণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জহুর চান বিবি মহিলা কলেজ টি শায়েস্তাগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে 2009 সালে এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠিত করেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির। নারী শিক্ষার অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে কলেজে নারীদের পড়ালেখার পাশাপাশি শিক্ষক. ছাত্রী উভয়ের জন্য পৃথক পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। শ্রেণি পাঠদান চলাকালীন নামাজের সময়ে ছাত্রী ও শিক্ষকরা নামাজ আদায় করেন।