হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজটি অবস্থিত।উ ক্ত কলেজের প্রতিষ্ঠাতা নিবেদিত প্রান বিশিষ্ট ব্যাক্তিত্ত বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবিরের নিজস্ব অর্থায়নে 2009 সালে মায়ের নামে জহুর চান বিবি মহিলা কলেজটি প্রতিষ্ঠান করেন। ধীরে ধীরে কলেজে পাঠদানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক ও সহশিক্ষা কারযক্রম চালূ হয়। 2018 খ্রি. 17ই ফেব্রুয়ারী আনুষ্ঠানিক ভাবে কলেজে প্রথমবারের মতো পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জের মাটি ও মানুষের নেতা হবিগঞ্জ-3 আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মো: আবু জাহির মহোদয়।
অত্যান্ত উৎসব মুখর পরিবেশে এলাকার প্রাক্তন সচিব সহ সকল স্তরের জনসাধারনের উপস্থিতিতে অনুষ্ঠানটি জাকজমকভাবে অুনষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় প্রতিবছর কলেজে পিঠা উৎসব আয়োজন করা হয়ে থাকে।