নোটিশ বোর্ড

digital-content2

আইডি কার্ড: ছাত্রীদের ID Card গলায় ঝুলিয়ে কলেজে আসতে হয়। ID Card হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করে ২০০টাকা জমা দিয়ে পুনরায় কার্ড সংগ্রহ করতে হয় ।

ছুটি: অগ্রিম ছুটি প্রয়োজন হলে: অভিভাবকের প্রত্যয়নসহ আবেদন করতে হবে। কলেজে উপস্থিত হবার পর হঠাৎ অসুস্থ হলে বা জরুরী ছুটির জন্য আবেদন করে কলেজ অফিসে জমা দিতে হবে। ২য় পিরিয়ডের পূর্বে কোন ছুটি মঞ্জুর করা হয়না।

পরীক্ষা: সাপ্তাহিক, মাসিকসহ সকল অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। অন্যতায় জরিমানা কিংবা ভর্তি বাতিল হতে পারে ।

বেতন/পাওনা পরিশোধ: যে সব শিক্ষার্থী উপবৃত্তির আওতায় থাকবে না তাদেরকে নির্ধারিত সময়ে মাসিক বেতন পরিশোধ করতে হবে।কলেজের অন্যান্য পাওনা সকল শিক্ষার্থীকে যথা সময়ে প্রদান করতে হবে।

অভিভাবকদের সাথে মতবিনিময়: বিজ্ঞপ্তি মোতাবেক অভিভাকদের সাথে মতবিনিময় করা হয়।

কবির বৃত্তি: গরীব ও মেধাবী ছাত্রীদের জন্য রয়েছে কবির বৃত্তির ব্যবস্থা। কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির মহোদয়ের মাসিক ভাতা থেকে এ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানাদি: নিয়মিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান ও হস্তশিল্প মেলা, বার্ষিক শিক্ষা সফর, নবীন বরণ ও পাঠদান, বিদায় ও দোয়া অনুষ্ঠান, জাতীয় দিবসসহ সরকার নির্দেশিত নানা কর্মসূচি পালন করা হয় কলেজে।

গরীব ও এতিম ফান্ড: বিত্ত ও চিত্তের অধিকারী শিক্ষানুরাগী ব্যক্তিগণের আর্থিক সহযোগিতায় এ কলেজে ‘গরীব ও এতিম ফান্ড, পরিচালিত হয়। গরীব, এতিম, মেধাবীদের সাহায্য করা হয় এ ফান্ড থেকে ।

কবির বৃত্তি : জহুর চান বিবি মহিলা কলেজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির শিক্ষা সহায়তা ফান্ড গঠন করা হয় ১ জুলাই ২০১৫। ঝরে পড়া রোধ, বাল্য বিয়ে প্রতিরোধ ও শিক্ষা সম্প্রসারণের লক্ষে মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য ভাতা ‘কবির বৃত্তি হিসেবে প্রদান করা হয় । বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিকুর রহমান এ ফান্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ।

Scroll to Top