গ্রন্থাগার পরিচিতি

জহুর চান বিবি মহিলা কলেজের উপর্যুক্ত বিষয়ের আলোকে অত্র কলেজের গ্রন্থাগার কার্যক্রম চালু রয়েছে। উক্ত লাইব্রেরীর কার্যক্রম পরিচালনা করেন জহুর চান বিবি মহিলা কলেজের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের সহকারী শিক্ষক জনাব মো: ইমরানুল হক শাকিল। বই বিতরণের নির্ধারিত সময় হল প্রতি কর্মদিবসের ১১.৫৫ টা হইতে ১২.৩৫ মিনিট পর্যন্ত।

প্রতিবছর বাজেট বরাদ্দ করার মাধ্যমে গ্রন্থাগারে বই সরবরাহ করা হয়ে থাকে। এ ছাড়া অধ্যক্ষ মহোদয় ও কমিটি কর্তৃক এই বই কেনা হয়ে থাকে। শিক্ষার আসল উদ্দেশ্য ও লক্ষ্য হল জ্ঞানার্জন, আর সেই জ্ঞান কে জীবনের বাস্তব সমস্যার সমাধার হিসেবে প্রয়োগ, আর সেই লক্ষ্যেই এই গ্রন্থাগারটি নিবেদিত প্রাণ হিসেবে চিহ্নিত। একটি গ্রন্থাগার সৃষ্টি হয় কৃষ্টি ও ঐতিহ্যের প্রতিফলন স্বরূপ। ছাত্রীদের রয়েছে বই পড়ার ব্যাপক আগ্রহ, আর তাই এখন প্রয়োজন মানসম্পন্ন নতুন নতুন বই ক্রয়। বাংলাদেশে নারী শিক্ষায় অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে বেঁচে থাকবে সব সময়।

লাইব্রেরীতে সংরক্ষিত বইয়ের হিসাব নিম্নরূপ:

library
মুক্তিযোদ্ধ ও স্বাধীনতা৬৫ টি
ধর্মীয়৮৭ টি
গল্প৩৬০ টি
কবিতা১৩০ টি
নাটক১২২ টি
প্রবন্ধ২১১ টি
উপন্যাস৩৫৪ টি
ইতিহাস১৯৪ টি
বিজ্ঞান২৯৭ টি
অন্যান্য৪৩৩ টি
বর্তমানে আমাদের গ্রন্থাগার এ সর্বমোট ২২৫৩ টি বই রয়েছে
Scroll to Top