জহুর চান বিবি মহিলা কলেজ হোস্টেল
জহুর চান বিবি মহিলা কলেজের দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াতের খরচ ও সময়, নিরাপত্তার ঝুঁকি, এবং রুটিন অনুযায়ী পড়াশুনার সুযোগ দেওয়ার লক্ষ্যে কলেজের প্রতিষ্ঠাতা মহোদয়ের ঐকান্তিক ইচ্ছায় এই ছাত্রী নিবাসটি ২০১০ খ্রি. থেকে চালু হয়। ছাত্রী নিবাসে বর্তমানে ১০০ টি আসন রয়েছে। ভবিষ্যতে তা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।
ছাত্রী নিবাসের নিয়মাবলী:
১ |
সকল ছাত্রীকে সকাল ১০.০০ থেকে ক্লাস চলাকালীন সময় পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এ সময়ে কেউ ছাত্রী নিবাসে অবস্থান করতে পারবে না । |
২ |
একজন ছাত্রী প্রতিমাসে সর্বোচ্চ ৫ দিন ছুটি কাটাতে পারবে। ছুটিতে যাওয়ার সময় অবশ্যই বহির্গমন খাতায় স্বাক্ষর করে অভিভাবকের সাথে যেতে হবে এবং একই খাতায় স্বাক্ষর পূর্বক অভিবাবকের সাথে হোস্টেলে প্রবেশ করতে হবে। |
৩ |
কোন ছাত্রী তার অভিভাবকের সাথে সাক্ষাৎ করতে চাইলে প্রতিদিন সকাল ১০.০০ থেকে বিকেল ৩.০০ পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতিত) যে কোন সময় কলেজ ক্যাম্পাসের ভিতর কর্তৃপক্ষের অনুমোদিত অভিভাবকের সাথে সাক্ষাৎ করতে পারবে। |
৪ |
পত্রিকা, খেলাধুলা ও টিভির রুম বিকাল ৩.০০ থেকে ৬.০০ পর্যন্ত খোলা থাকবে। |
৫ |
ছাত্রী নিবাসে মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। বিশেষ প্রয়োজনে কোন ছাত্রী অভিভাবকের সাথে কথা বলতে চাইলে হোস্টেল সুপারের অনুমতি সাপেক্ষে ছাত্রী নিবাসের মোবাইলে কথা বলতে পারবে। |
৬ |
হোস্টেল চার্জ ও খাবার, বিদ্যুৎ, পানি, গ্যাসবিল প্রতিমাসে ১ থেকে ৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে । |
৭ |
২ (দুই) জন অভিভাবকের ২ টি মোবাইল নম্বর ও ২ কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। কর্তৃপক্ষ কর্তৃক অনুমোতি সাক্ষাৎ প্রার্থীকে কার্ড প্রদান করা হবে। সাক্ষাৎকারের সময় কার্ডটি প্রদর্শন করতে হবে এবং খাতায় স্বাক্ষর করতে হবে। |
৮ |
করোনা ভাইরাস ও ডেঙ্গু থেকে নিরাপদ থাকতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। |
৯ |
সময় সময় জারিকৃত কর্তৃপক্ষের বিধিনিষেধ মেনে চলতে হবে। নির্ধারিত সময় ও ম্যানুতে খাবার গ্রহণ করতে হবে। |
১০ |
ছাত্রী নিবাসের আসবাবপত্র ও ব্যবহারের দ্রব্য সামগ্রী সুষ্ঠ ব্যবহার ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। |
১১ |
ছাত্রীনিবাসের নিয়মাবলী ও সুষ্ঠুপরিবেশের পরিপন্থি কোন কর্মকান্ডে লিপ্ত হলে কর্তৃপক্ষের আরোপিত সিদ্ধান্ত মেনে নিতে হবে। |

