
প্রতিষ্ঠাতা ও সভাপতি,
জহুর চান বিবি মহিলা কলেজ।
পিতা: আশরাফ উল্লাহ ; মাতা: জহুর চান বিবি
গ্রাম: সাবাসপুর, উপজেলা: শায়েস্তাগঞ্জ,
জেলাঃ হবিগঞ্জ ।
জন্ম: ৩১শে ডিসেম্বর ১৯৫৩ খ্রি.
মুক্তিযুদ্ধ সনদ: ম-১৭৫৮১০
স্মারক নং: মু.বি.ম/সা/হবিগঞ্জ/প্র. ০৩/৫১/২০০২/১৫৯২
গেজেট নং: ১৪০, প্রকাশের তারিখ: ২৯ শে আগষ্ট ২০০৫ খ্রি.
মুক্তিবার্তা ভারতীয় তালিকা নং- ২৫৮৩৬
সংক্ষিপ্ত জীবনী
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির। ১৯৫৩ সালের ৩১শে ডিসেম্বর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সাবাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতার নাম মোঃ আশরাফ উল্লাহ ও মাতার নাম জহুর চান বিবি। এ মুক্তিযোদ্ধার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয় গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে । এরপর শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৯ সালে এসএসসি পাস করেন।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সূচনা। ক্যাপ্টেন এজাজ সাহেবের অধীনে হবিগঞ্জের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সরাসরি যুদ্ধে অংশগ্রহন করেন। তিনি একজন গেরিলাযোদ্ধা হিসেবে যুদ্ধক্ষেত্রে নিজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ রাখেন । দেশকে হানাদার মুক্ত করে ১৯৭১ সালের ৩১শে ডিসেম্বর শায়েস্তাগঞ্জে ফিরে আসেন। মহান এই মুক্তিযোদ্ধা একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক। যুদ্ধ পরবর্তী বিধ্বস্ত এই দেশ ও সমাজ-কে আলোকিত করতে নিজের উপার্জিত অর্থ-সম্পত্তি দিয়ে প্রতিষ্ঠা করেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ, তা ছাড়াও বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন। এই মানুষটি জীবনের প্রতিটি পরতে পরতে জীবনকে বিলিয়ে দিয়েছেন জীবনের জন্য-মানবের তরে।
মুহাম্মদ আব্দুল কবির একজন সফল ব্যবসায়ী। ৪০ বছরের ব্যবসায়ীক জীবনে ১৯৭৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন আশরাফিয়া লাইব্রেরী। ১৯৮৪ সালে প্রতিষ্ঠা করেন নিশান ওভারসিজ, আইডিয়াল বিজনেস সেন্টার রিক্রুটিং (লাইসেন্স নাম্বার ২১৮)। এই প্রতিষ্ঠানগুলো জনশক্তি রপ্তানী ব্যুরো আটাব, বায়রা, অয়োটা, ঢাকা চেম্বার অব কমার্সের সাথে কাজ করে চলেছে ঘনিষ্ঠভাবে এবং অত্যন্ত সুনামের সাথে। এছাড়াও তিনি জালালাবাদ এসোসিয়েশন অব ঢাকা এবং হবিগঞ্জ সমিতি ঢাকা এর সাথে সংযুক্ত আছেন। হবিগঞ্জে শিক্ষা বিস্তারে মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির একজন নিরব বিপ্লবের নাম। স্বপ্নাতুর এই মানুষটি প্রতিষ্ঠা করেন সাবাসপুর প্রাথমিক বিদ্যালয় ১৯৭৫ সালে।
২০০১ সালে শহরতলীর আনন্দপুর এলাকায় “কবির কলেজিয়েট একাডেমি” এবং নারী শিক্ষার আলোকবর্তিকায় উদ্ভাসিত হউক প্রতিটি গৃহকোণ এই স্লোগানকে সামনে রেখে ২০০৯ সালে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে নারী শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠা করেন উনার নিজ গ্রামে তার মায়ের নামে “জহুর চান বিবি মহিলা কলেজ”। ধর্মের প্রতি অবিচল আস্থাশীল একজন মুসলিম মুহাম্মদ আব্দুল কবিরের প্রত্যক্ষ ও আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে বহু মসজিদ এবং মাদ্রাসা। তন্মধ্যে উল্লেখ্যযোগ্য সাবাসপুর জামে মসজিদ, শায়েস্তাগঞ্জ এবং তার বাবার নামে “আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসা” এবং “শায়েস্তাগঞ্জ কমপ্লেক্স” এর কাজ চলমান। ধর্মভীরু এই আলোকিত মানুষ নিজের পৈত্রিক ভূমি ব্যয় করেছেন মসজিদের উন্নয়নে। হবিগঞ্জের কৃতি সন্তান মুহাম্মদ আব্দুল কবির একজন স্মরণীয় ও বরণীয় ব্যক্তি।